খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কলকাতা পুরসভার ১০৭ ওয়ার্ডের জল সমস্যা মেটাতে সারদা পল্লীতে তৈয়ারী করা হবে একটি ভুগর্ভস্ত জলাধার। কলকাতা পুর প্রশাসন সূত্রে খবর, এর জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই জলাধারের সঙ্গে পাম্পিং স্টেশন ও তৈয়ারী করা হবে বলে পুরসভা সূত্রে জানা গেছে। জলাধারাটি তৈরী হলে ঐ এলাকায় পানীয় জলের অনেক দিনের কষ্ট দূর হবে বলে জানা যায় পুরসভা সূত্রে।
রাজ্য
গতকাল নবান্নে অনুষ্ঠিত হলো চা শিল্পের উন্নতি নিয়ে বৈঠক
চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দল গঠন করেছে রাজ্য সরকার ।গতকাল নবান্নের চা বাগান ও শিল্প নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চা...