তোলা বাজিতে ধৃত ২

গোর্খা জনমুক্তি মোর্চার নাম করে টাকা তুলছিল  ২ জন।  শিলিগুড়ি পুলিশ খবর পেয়ে তাদের গ্রেপ্তার করতে সমর্থ হয়। তারা দুজনেই কালিম্পঙের বাসিন্দা। তারা দাগাপাড়ার একটি বেসরকারি স্কুল থেকে টাকা তোলার চেষ্টা করছিল। পার্টি ফান্ডে   টাকা দিয়ে  তারা সাহায্যের কথা জানায়। মোর্চার নেতা রোশন গিরি ধৃত ব্যক্তিরা  মোর্চার সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।