সদ্য শেষ হওয়া আর্থিক বছরে ২০.২৬ কোটি টন পণ্য পরিবহন করে দক্ষিণ পূর্ব রেল আয় করলো ১৮,২২৫.৪৭ কোটি টাকা । অন্যান্য খাতের আয় ধরে সংস্থার মোট আয় ২১,৩৩৩ কোটি টাকা তে পৌঁছাতে পারে বলে রেল সূত্রে খবর ।আয় বৃদ্ধির পাশাপাশি বিগত আর্থিক বছরে ৪৫৪.৮ কিমি পথে রেল লাইন বদলের কাজ করেছে দক্ষিণ পূর্ব রেল ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...