মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে গাঙ্গেয় বঙ্গে স্বাবাভিকের থেকে ১৩% বেশি বৃষ্টিপাত হয়েছে ।অপরদিকে উত্তর বঙ্গ ও সিকিমে একই সময় ২৪% বর্ষার ঘাটতি রয়েছে ।পুরুলিয়া ও বাঁকুড়া জেলা যা শুস্ক হিসাবে পরিচিত তারাও যথাক্রমে ১০৪ এবং ১০০% বৃষ্টি পেয়েছে । নিম্নচাপের জেরে আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে ।