দক্ষিণ ২৪ পরগনার চারটি বিধানসভা সিটে ১ লা এপ্রিল লড়াই হবে আমপান দুর্নীতি বনাম উন্নয়নের

আগামী ১ লা এপ্রিল নন্দীগ্রাম সহ ৩১ টি আসনে ভোট ,এর মধ্যে আমপানে চরম ক্ষতিগ্রস্থ সাগর ,কাকদ্বীপ
পাথর প্রতিমা ,গোসাবা সহ পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি বিধানসভা আসন আছে । বিশ্লেষক মহলের ধারনা এইবার ভোটের মূলপ্রতিযোগিতা হবে তৃণমূলের উন্নয়নের সঙ্গে আমপানের চরম দুর্নীতি । সেইখানে জোট সমর্থিত প্রার্থীরা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে ।