দক্ষিনেশ্বর স্কাইওয়াকে ফাটল নিয়ে চাঞ্চল্য

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   গত বছরের শেষে   দক্ষিনেশ্বর  স্কাইওয়াকের  উদ্বোধন করেছিলেন  মুখ্যমন্ত্রী  “মমতা  বন্দ্যোপাধ্যায় “। উদ্বোধনের  কয়েক মাসের মধ্যেই  স্কাই ওয়াকের  ফাটল  নিয়ে চাঞ্চল্য  ছড়ায় দর্শনার্থীদের  মধ্যে ।এখন প্রশ্ন উঠেছে স্কাইওয়াকে  ফাটল ধরলো কি ভাবে । যে অংশে  ফাটল  ধরেছে  সেই অংশ  ঘিরে রাখা হয়েছে তাই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ,পুরমন্ত্রী  তথা কলকাতার  মেয়র বলেন ” ওটা ফাটল  নয়  লোহার ওয়েল্ডিং  খুলে  গিয়েছে  বলে জায়গায়টি  ঘিরে রাখা হয়েছে “।