কোথাও মাটি ফেলে ঝোরা সংকুচিত করা হচ্ছে আবার কোথাও আবর্জনা ফেলে দখল নেওয়ার চেষ্টা হচ্ছে। শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডে এভাবে একটি ঝোরাকে দখল করা হচ্ছে।দখল করা জায়গায় পিলার তুলে নির্মাণ কাজও করা হচ্ছে। এলাকার কিছু বাসিন্দা এই কাজের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। প্রশাসনকে এই ব্যাপারে জানালেও তারা এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...