দমদমে বিজেপির কার্যালয় ভাঙচুর – অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

খবর ঘন্টায়  ঘন্টায়   ওয়েবডেস্ক  : আসন্ন  লোকসভা  ভোটে  দমদমে  কেন্দ্রে প্রার্থী  সমীক  ভট্টাচার্য্যের সমর্থনে  একটি কার্যলয় খোলা  হয় । অভিযোগ  এইদিন কার্যালয়ে  ঢুকে  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা  ভাঙচুর  চালায় ওই  কার্যালয়ের  ভিতরে । কার্যালয়ের  ভিতরে  থাকা দলীয়  কর্মীদের  ও মারধর করা হয় । তারফলে  বিজেপি  কর্মীদের  হাসপাতালে  নিয়ে যেতে হয় । বিজেপি  কর্মী চন্ডীচরণ  রাই  এই ঘটনার  ফলে  আহত হয়ে হাসপাতালে  ভর্তি আছেন ।