দাগরু শেঠ হালয়াইয়ের ইতিহাস

খবর  ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক  :   দাগরু  শেঠ  হালুয়াই  ছিলেন কর্ণাটকের লিঙ্গায়ত সম্প্রদায়ের মানুষ যিনি ব্যবসা  সূত্রে পুনেতে এসে ব্যবসা  শুরু  করেন ।পেশায় তিনি একজন মিষ্টি ব্যবসায়ী ।  মিষ্টির ব্যবসা  করতে গিয়ে তিনি  “হালোয়াই”  পদবীটি  পান । তার  পুরোনো  মিষ্টির দোকান  “দাগরু  শেঠ ” (কাকা  হালুয়াই সুইট)এখনো পুনের দত্ত  মন্দিরের কাছে  অবস্থান করছে । তিনি ১৮০০ ক্রিস্টাব্দে  পুনা  শহরে এসেছিলেন ,তার  স্ত্রীর নাম ছিল লক্ষ্মী বাই । তিনি ১৮৯৩ সালে  মন্দিরটি  তৈরী  করেন ।