দাতা কর্ণ ও তার মৃত্যুর পরের কাহিনী

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : মহাভারত  অনুযায়ী  দাতা  কর্ণের  মৃত্যুর পরে  তার আত্মা  স্বর্গে  গমন করলে  তাকে স্বর্ণ  ও রত্ন  খাদ্য  হিসাবে দেয়া হয় । তখন কর্ণ  চমকে  গিয়ে যম  কে বলে এটা  কি খাদ্য বস্তু  ইটা  কি খাওয়া  যায় ?? উত্তরে যম বলে আপনি মর্ত্যে  থাকা কালীন সকল কেই  স্বর্ণ ,রৌপ্য ও রত্ন অলংকার  দান করেছিলেন ,কখনো  অন্য ,জল  অথবা  অন্য কিছু দেননি ,তাই  এটাই আপনার  প্রাপ্য । তবে যেহেতু আপনি পিতৃ  গণের সম্পর্কে  অবগত ছিলেন না  তাই  মর্ত্যে  গিয়ে পিতৃগণের  উদ্দেশ্যে  অন্ন   এবং জল প্রদান  করার অনুমতি দেয়া হয় ,এই পক্ষ কেই পিত্রি  পক্ষ বলা  হয় ।