দার্জিলিংয়ে তাপমাত্রা নামলেও এখন অব্দি বরফ পাত হয়নি

রাজ্যের আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে পশ্চিমি ঝঞ্ঝার জন্য দার্জিলিং ও সিকিমের উঁচু পাহাড়ে
তুষার পাত চলছে ।অপেক্ষাকৃত নিচু এলাকা তে চলছে মাঝারি মাপের বৃষ্টি ।দার্জিলিংয়ের তুষার পাতের জন্য এখনো অনুকূল পরিস্থিতি তৈরিহয়নি ।গতকাল দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল ০.৮ ।তাপমাত্রা নেমে গেলে বরফ না পরার আক্ষেপ আছে দার্জিলিং বাসীর মনে ।