দিঘা যাত্রীদের জন্য সুখবর দিলো দক্ষিণ পূর্ব রেল

দক্ষিণ পূর্ব রেল এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে আজকে থেকে চালু হতে চলেছে হাওড়া দিঘা সামার স্পেশাল ট্রেন ।এক বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে প্রতি সপ্তাহে শুক্র -শনি রবি ও সোমবার এই বিশেষ ট্রেন চলবে ।হাওড়া স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে ২:২৫ মিনিটে আর দিঘা পৌঁছাবে ৫ টা ৫০ মিনিটে ।দিঘা থেকে ট্রেনটি ছাড়বে ৬:২৫ য়ে হাওড়া পৌঁছাবে ৯:৪৫ মিনিটে ।