খবর ঘণ্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কৃষ্ণ জন্মাষ্টমী শেষ হতে না হতেই সারা দিল্লি জুড়ে শুরু হয়ে যায় গণপতি উৎসবের তোড়জোড় । সারা দিল্লি শহর জুড়েই ছোট বড় অনেক গণপতির পুজো হয় পাড়ায় পাড়ায় এবং মন্দিরে মন্দিরে । ১১ দিন ধরে চলে এই উৎসব । বিভিন্ন পুজো প্যান্ডেল এবং মণ্ডপে তাদের নিজস্ব ঢংয়ে গণপতি উৎসব পালন করা হয় । বিসর্জনের দিন বিরাট শোভাযাত্রা সহকারে দিল্লির লাগোয়া যমুনা নদীতে বিসর্জন দেয়া হয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...