দিল্লিতে ১৫০ জন ১০০ বছর বয়েসী মানুষ কে শনাক্ত করেছে নির্বাচন কমিশন

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক   : গত মঙ্গলবার  নির্বাচন কমিশনের  তরফ থেকে এক সংবাদে জানানো  হয়েছে যে  ২০২০ সালে দিল্লি বিধানসভা  নির্বাচনের  জন্য  তারা ১৫০ জন শতায়ু  ভোটার কে চিন্নিত  করেছে । সূত্রের খবর  ১৫০ জন ১০০ পেরিয়ে  গিয়েছেন এমন ব্যক্তিকে  চিন্নিত করে  তাদের তথ্য  যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে । দিল্লির  মুখ্য নির্বাচনী অফিসার রণবীর  সিংহ জানিয়েছেন  এই শতায়ু ভোটাদের সব রকম  সুযোগ সুবিধা দেয়া হবে  ভোটদানের  সময় যা তারা ২০১৯ সালের  লোকসভা  নির্বাচনে পেয়েছিলেন । মহিলা  ও পুরুষদের হার  জানতে  চাওয়া  হলে  কমিশন  বলে ভেরিফিকেশন শেষ হলে  এই তথ্য চূড়ান্ত হবে ।