খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দিল্লিতে অবস্থিত ইস্কনের মন্দিরে এইবার জন্মাষ্টমী পালিত হয় খুব সীমিত সংখ্যক অতিথি ও দর্শনার্থীর আগমনের মাধ্যমে ।করোনা ভাইরাস অতিমারীর কারণে ইস্কন মন্দির কর্তৃপক্ষ ভারতের রাজধানী শহরে সাধারণ মানুষের প্রবেশ অধিকারের উপরে নিষেধাজ্ঞা জারি করে ,দিল্লি ইস্কনের সহ সভাপতি গজেন্দ্র নন্দন দাশ বলেন এই বছর covid অতিমারীর জন্য আমরা আয়োজন খুব সংক্ষেপে করেছি আমরা আমাদের ভক্তদের কাছে অনুরোধ রেখেছি যে এই বার লর্ড শ্রী কৃষ্ণ কে আপনারা ভার্চুয়ালি দর্শন করুন এই শুভ দিনে ।আমন্ত্রিত দের স্যানিটাইজার টানেলের মধ্যে দিয়ে মূল মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...