দিল্লির দূষণে চমকপ্রদ পরিবর্তন

লাগাতার  লকডাউন  এবং ঘূর্ণিঝড় টাউটের  প্রভাবে দিল্লিতে ভারী বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকদিন আর এর জন্য দিল্লির বায়ুদূষণ অনেকটাই নেমে গিয়েছে ।মৌসম ভবন বলছে  দিল্লিতে প্রচুর ভারী বৃষ্টিপাত হয় বুধবার যার ফলে বৃহস্পতিবার এয়ার কোয়ালিটি ইনডেক্সে পূর্ব দিল্লির  বহু এলাকার দূষণ ১০০ নিচে নেমে যায় ।একই রকম পরিস্থিতি ছিল দক্ষিণ এবং পশ্চিম দিল্লির ।