গতকাল গরু পাচার মামলা তে ধৃত অনুব্রত মন্ডলের আইন জীবিরা রাউস অভ্যেনু কোর্টের নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন ।দিল্লি হাইকোর্টের বিচারক রাউস অভ্যেনু কোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ দিয়েছেন ,বিচারপতি,জানান আগামী ৯ জানুয়ারী অব্দি এই স্থগিতাদেশ বজায় থাকবে । তবে সোনা যাচ্ছে স্থগিতাদেশ নয় হয়তো বিচারপতি হয়তো বা বদল হয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...