এনকে ডির তরফে জানানো হয়েছে যে চিন্নিত ১০২৬ টি জমির মধ্যে বাণিজ্যিক সংস্থা ও ব্যক্তিগত দুই ধরণের
জমি রয়েছে । ওই জমি গুলিকে চেনার পরে এনকেডি এ তরফে জানানো হচ্ছে বকেয়া সম্পত্তি কর দেওয়ার জন্য । নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যেই বকেয়া কর দেওয়া হবে । না হলে এনকে ডি এ নিজের মত মূল্যায়ন করে করের বিল পাঠাতে শুরু করবে ।