পশ্চিম বর্ধমান জেলার শিল্প দফতর সূত্রে জানা যাচ্ছে ,ক্ষুদ্র ,অতি ক্ষুদ্র ,মাঝারি মাপের প্রায় ১০,০০০ রের ও বেশি কারখানা রয়েছে ।গতকাল সরকারি নির্দেশিকা তে বলা হয়েছে এর মধ্যে স্বাস্থ্য খাদ্য প্রক্রিয়াকরণ এবং বিদ্যুৎ ক্ষেত্র চালু থাকবে বাকিসব বন্ধ । জেলা শিল্প উদ্যোগীদের একাংশের হিসাবে,এই নির্দেশ অনুযায়ী জেলাতে মাত্র ১০০ কারখানাতে উৎপাদন চালু থাকবে ।বাকি শ্রমিকদের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে তারা প্রশ্ন তুলেছেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...