দূর্গাপূজা তে এই বছর সব ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :পশ্চিমবঙ্গ সরকার এই বছর covid  ১৯ পরিস্থিতিতে সমস্থ  দূর্গা পূজা কমিটি গুলিকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন এই বছর পুজো প্যান্ডেল গুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান না করে ,এবং পুজো কমিটির কাছে অনুরোধ করেছেন পুজোর দিনগুলিকে একটু  বিসতৃত  করার যাতে মানুষ ছড়িয়ে ছিটিয়ে সামাজিক দূরত্ব বোঝায় রেখে  ঠাকুর দেখতে পারে ।এই সামাজিক দূরত্ব বিধি বোঝায় থাকবে পুজোর উদ্বোধন থেকে বিসর্জন পর্যন্ত ।