খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : হিন্দু দেবী দুর্গার শাস্ত্র বিহিত পুজো অনুষ্ঠিত হয় দূর্গা ষষ্টিতে কলা বৌ কে স্নান করানোর মাধ্যমে ,তার পরে হয় বোধন ও অধিবাস । সপ্তমী : ক্ষেত্রে বিশেষে সপ্তমী কল্প আরম্ভ পূজা ,প্রবেশ ও স্থাপন ও মফসপ্তমি বিহিত পুজো হয় । মহাঅষ্টমী :বীরাষ্ঠমী ব্রত ,দূর্গা অষ্টমী ব্রত ও কুমারী পুজো এই দিনটিকে অনুষ্ঠিত হয় ,অধ রাত্রি বিহিত পুজো কোনো জায়গায় তে হয় । তার পরে হয় সন্ধি পুজো ও বলিদান ।মহানবমী : মহানবমীতে মহানবমী বিহিত পুজো হয় এবং ক্ষেত্র বিশেষ এটিকে নবমী পুজো বলে । বিজয়া দশমী :বিজয়া দশমী পুজো হয় ,বিসর্জনাঙ্গ পুজো ,বিজয়া দশমী কৃত্ব ও কুলাচার অনুসারে অপরাজিতা পুজো ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...