দ্বিতীয় দফার ভোটে নিরাপত্তা ব্যবস্থা থাকবে আঁটোসাঁটো

রাত  পোহালেই  রাজ্যে দ্বিতীয় দফার ভোট এই অবস্থায়  পটাশপুরে  ১২ টি তাজা বোমা পরে থাকতে দেখে স্থানীয় মানুষজন ।দ্বিতীয়  দফা ভোটের  আগে  ওই বোমা উদ্ধার হওয়াতে  রীতিমত উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকাতে উল্লেখ্য  প্রথম দফা ভোটের  আগে বোমাবাজিতে আহত হয়েছিল পটাশপুর থানার ওসি এবং আহত হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ,আগামীকাল ৩০ টি আসনে  ভোট গ্রহণের জন্য ৬৭১ কোম্পনি কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করা হয়েছে ।