খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কার্গিল যুদ্ধ জয়ের স্মারক হিসাবে কাশ্মীরের দ্রাসে সেনাবাহিনী তৈরী করেছিল দ্রাস ওয়ার মেমোরিয়াল । আজ কার্গিল বিজয় দিবসের সূচনার অনুষ্ঠানে বীর চক্র পদক প্রাপ্ত কর্নেল শচীন নিমবাদকার এবং কর্নেল ডাক্তার রাজেশ আদাও সহ ১৭ জন বীর যোদ্ধা ,যারা কার্গিল যুদ্ধে দেশের জন্য লড়েছেন তারা শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওয়ার মেমোরিয়ালের শহীদ স্মৃতিতে মালা দিয়ে সেই সঙ্গে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...