খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রীর সঙ্গে রাজভবনে বৈঠক করে মুখ্যমন্ত্রী যখন রানী রাসমণি রোডের মোড়ে যখন টিএমসিপির এনআরসি এবং সিএএ বিরোধী মঞ্চে এসে বক্তিতা দিচ্ছিলেন ঠিক তখনি তিন তিনটি ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলো বাম ছাত্র ও যুবরা । সন্ধ্যার মুখে ধর্মতলায় দুই ভিন্ন শিবিরের ছাত্র যুবরা মুখোমুখি হওয়াতে বাঁধলো ধুন্ধুমার লড়াই ,পরিস্থিতি দেখে মঞ্চ থেকে শান্তি বজায় রাখার বার্তা দিলেন তৃণমূল নেত্রী তা সত্ত্বেও দমানো যায়নি বাম যুবছাত্রদের ,মূলত মুখ্যমন্ত্রীর দ্বিচারিতার বিরুদ্ধেই তাদের উষ্মা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...