ধানের বস্তার উপরে হাতির হামলা

হাতিদের কাছে পাকা ধান একটি প্রিয় খাবার।এখন অধিকাংশ জমির ধান কাটা হয়ে গিয়েছে এবং মানুষ তা ঘরে তুলে রেখেছেন। একটি পূর্ণবয়স্ক হাতি জমিতে ধান না পেয়ে চৌপুকুরিয়ার হালাল গ্রামে ঢোকে। সেখানে একটি বাড়ির মধ্যে ধানের বস্তা মজুত করে রাখা ছিল। হাতিটি টিনের বেড়া ভেঙে ১ টি ধানের বস্তা শুঁড়ে করে নিয়ে চলে যায়। প্রায় ১ কিমি দূরে গিয়ে পুরোবস্তার ধান  খেয়ে ফেলে। এই গ্রামে বন কর্মীরা  হাতি তাড়াতে গেলে গ্রামবাসীরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।