ধোনির জীবনের সাফল্য

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : ভারতীয়  ক্রিকেট  ইতিহাসে ধোনিকে সব থেকে সফল অধিনায়ক হিসাবে মণ হয় । তিনি ভারতের  টেস্ট  দলের  ক্যাপ্টেন  ছিলেন২০০৮ -২০১৪ সল্ অব্দি । লিমিটেড  ওভারের ক্যাপ্টেন ছিলেন ২০০৭-২০১৬। তার অধিনায়কত্বে  ভারত  আইসিসি  টি ২০ ট্রফি  ২০০৭ সালে  যেতে  এই ছাড়াও২০১১ সালে  আইসিসি  ক্রিকেট  ওয়ার্ল্ড  কাপ  যেতে ,২০১০ এবং ২০১৬ সালে তার অধিনায়কত্বে এশিয়া  কাপ  যেতে  ভারত , এবং ২০১৩ সালে  তার অধিযায়কত্বে চ্যাম্পিয়ন্স  ট্রফি যেতে ভারত ।