ধোনির স্কুল জীবন ও ক্ৰিকেট

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : মহেন্দ্র  সিংহ ধোনি  তার  স্কুল  জীবনে ছিলেন ডিএভি  জহর  বিদ্যামন্দির  যা  রাঁচির  শ্যামলী  তে অবস্থিত । তিনি ছাত্র  অবস্থাতে  এক জন ভালো  এথলিট  ছিলেন এবং ফুটবল আর  ব্যাডমিন্টনের  প্রতি তার টান  বেশি ছিল ।তিনি তার  স্কুল দলের  গোল  রক্ষক ছিলেন ,তার ফুটবল কোচ তার  জীবনের  বড়  পরিবর্তন নিয়ে আনেন । স্থানীয় এক ক্লাবে তাকে এক রকম জোর  করেই  ক্রিকেটে উইকেটকিপারের দায়িত্ব দেন ,তিনি তার  পারফরন্সের মাধ্যমে সবাই  কে চমকে দিয়ে স্থানীয়  কমান্ডো  ক্রিকেট ক্লাবে ১৯৯৫-৯৮ অব্দি  স্থায়ী উইকেট  কিপার হিসাবে খেলেছেন ।