নকল নথিতে হোটেল ঘর

মাত্র ২০০ টাকাতে  টিকার দুই ডোজ ও ১৫০ টাকায় করোনার নেগেটিভ রিপোর্ট পাওয়া যাচ্ছে। যদিও সেগুলি আসল নয়। এই কাগজ দেখিয়ে হোটেলঘর পাওয়া যাচ্ছে।মন্দারমণিতে  পুলিশ ও প্রশাসনের নজর এড়িয়ে এই কাজ চলছে। জুলাইতে প্রশাসন এই দুই রিপোর্টের  একটি না দেখালে  ঘর না দেওয়ার  নির্দেশ দিয়েছেন। দিঘায় এন্টিজেন পরীক্ষা করা হলেও  মন্দারমনিতে এই ব্যবস্থা নেই। রোজই  এই কারবার চলছে তবে শনি ও   রবিবার এর চাহিদা বেড়ে যায়।