খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ডালখোলার ভূষামোনি থেকে লক্ষাধিক টাকার জাল মদ উদ্ধার করল ডালখোলা থানার পুলিশ। ধৃতের নাম চন্দন দাস। এই তল্লাশি শুরুর ঠিক আগেই এক ব্যক্তি পালিয়ে যায়। সোমবার রাতে ডালখোলা পুরসভার ৩নম্বর ওয়ার্ডের ভূষামোনি এলাকায় পুলিশ একব্যক্তির বাড়িতে অভিযান চালায় এবং প্রচুর নকল মদ, ছিপি, খালি বোতল, স্টিকার আটক করে। ১ টি গাড়ি ও একটি বাইক আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...