খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ডালখোলার ভূষামোনি থেকে লক্ষাধিক টাকার জাল মদ উদ্ধার করল ডালখোলা থানার পুলিশ। ধৃতের নাম চন্দন দাস। এই তল্লাশি শুরুর ঠিক আগেই এক ব্যক্তি পালিয়ে যায়। সোমবার রাতে ডালখোলা পুরসভার ৩নম্বর ওয়ার্ডের ভূষামোনি এলাকায় পুলিশ একব্যক্তির বাড়িতে অভিযান চালায় এবং প্রচুর নকল মদ, ছিপি, খালি বোতল, স্টিকার আটক করে। ১ টি গাড়ি ও একটি বাইক আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...