খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :হাতিঘিসা টোল প্লাজা চালু হওয়ার পর বিগত ১ মাস যাবৎ নকশালবাড়ি-খড়িবাড়ি রুটে বাস বন্ধ রয়েছে। সামান্য কটি বেসরকারি বাস চলাচল করে। বাস পরিষেবা অনিয়মিত ,ভাড়া বেশী এবং অনেকক্ষন অপেক্ষা করতে হয়। সব জায়গায় যাত্রী প্রতীক্ষালয় না থাকায় বাসযাত্রীদের কষ্ট আরও বেড়েছে। নকশালবাড়ি, পানিট্যাংকি, খড়িবাড়ির বাসিন্দারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। এন বি এস টি সি র চেয়ারম্যান সরকারি বাস বন্ধের ব্যাপারটি খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...