নতুন ট্রান্সফরমার বসতে চলেছে সুভাষগ্রামে

১৫ ফুট লম্বা ও ৩৬ ফুট চওড়া ৫০০ মেগা ভোল্টের একটি ট্রান্সফরমার বসতে চলেছে সোনারপুরের সুভাষগ্রামের পাওয়ারগ্রিডে এতদিন সেইখান থেকে ১৭৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যেত চারটি জেলা তে এখন এইটি যুক্ত হলে ২২৬০ এমভিএ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব আগামী ১৫ জুনের মধ্যে এই ট্রান্সফর্মার থেকে অতিরিক্ত বিদ্যুৎ মিলবে । দুই ২৪ পরগনা ,হাওড়া ও কলকাতা জেলার মানুষ রা এতে উপকৃত হবে ।