নতুন লগ্নির খবর

স্নাইডার কোম্পানি ভারতে ৩২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে ,তারা পশ্চিমবঙ্গ,মহারাষ্ট্র এবং কর্নাটকে কারখানা তৈরি করছে । বৃহস্পতিবার সংস্থাটির বেঙ্গালুরু তে ডাটা সেন্টারের বাতানুকূল ব্যবস্থা তৈরির কারখানার উদ্বোধন হয় । বাকি জায়গায় গুলোতেও কাজ দ্রুত গতিতে শুরু হবে ।