নতুন সেতু উদ্বোধনে যানজট মুক্ত হবে দমদম রোড

দমদম রোডে বাঘজোলা খালের উপর যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো নতুন সেতু ।সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালি তার উদ্বোধন করেন ,ওই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সংসদ সৌগত রায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ,দমকল মন্ত্রী সুজিত বসু বিধায়ক অদিতি মুন্সী সহ পুরসভার চেয়ারমান ও পুরোপ্রতিনিধিরা ।