নতুন ১০ টি ব্যাটারি পরিচালিত বাসের সূচনা করলেন পরিবহন মন্ত্রী

গতকাল প।রিবহন মন্ত্রী শহরে ব্যাটারি পরিচালিত বাস পরিষেবার দ্বিতীয় পর্বের অঙ্গ হিসাবে ফেম -২ প্রকল্পের আওতায় ১০ টি বাস পরিষেবার সূচনা করলেন ।পরিবহন মন্ত্রী বলেন পিএম আই নামক সংস্থার তৈরি ওই ব্যাস গুলি চলবে অপারেশনাল এক্সপেন্ডিচার মডেলে ।বাস গুলি চলার জন্য প্রতি কিলোমিটারে ৮৬ টাকা করে রাজ্য পরিবহন দফতর কে দিতে হবে ।