খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ফালাকাটা চরতোর্ষা নদীতে মাছের আকাল দেখা দিয়েছে। এই বর্ষাতেও মাছ পাওয়া যাচ্ছে না। স্থানীয় মানুষ বলেন নদীর উৎপত্তিস্থল ভুটান পাহাড়ে জলে ডলোমাইট মিশে যাওয়ায় মাছের আকাল দেখা দিয়েছে । কয়েক হাজার মৎস্যজীবীদের মধ্যে কেউ অন্য্ নদীতে মাছ ধরছেন।আবার অনেকে দিনমজুরী করে বা টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন। অন্যান্যবার এই নদীতে মাছের পোনা ছাড়া হয় কিন্তু এবার এখনো ছাড়া হয়নি। ব্লক মৎস্য আধিকারিক জানান সরকারি নির্দেশ এলেই মাছ ছাড়া হবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...