খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :জলপাইগুড়ি জেলার যমুনা নদী থেকে অবাধে বালি তুলে নিয়ে যাওয়ায় নদীর পাশের কৃষি জমি ,চাবাগান,বাঁশবাগান ভাঙনের মুখে পড়েছে। রোজ ১০ থেকে ১২ট্র্যাক্টর বালি নদী থেকে তোলা হয়। পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ হয় নি। স্থানীয় গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জানান আগে বালি তোলা বন্ধ করা হয়েছিল। তবে আবার বিষয়টি দেখা হবে। নদীর অন্যপাশে বারুনী মেলার জমির অবস্থা আরো শোচনীয়। সেচ দপ্তরের বাস্তুকার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...