নন্দীগ্রামে জোর সংঘর্ষ তৃণমূল ও বিজেপি

আজকে ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে ,আগামী ১ লা এপ্রিল ভোট রয়েছে নন্দীগ্রামে ,আজকে  একটি পতাকা ছেঁড়া  কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয় ।আহত হন বেশ কিছু তৃণমূল কর্মী  এর পরেই  নন্দীগ্রাম  থানা তে বিক্ষোভ  দেখান মমতা ব্যানার্জির নির্বাচনী এজেন্ট শেইখ  সুফিয়ান ,বিক্ষোভ এখনো চলছে ।