নন্দীগ্রাম জুড়ে শেখ সুফিয়ানের নির্দল প্রার্থীরা আলোচনা বিষয় বস্তু

নন্দীগ্রামের বর্ষীয়ান তৃণমূল নেতা শেখ সুফিয়ান কে এইবার জেলা পরিষদের টিকিট দেয়নি তৃণমূল নেতৃত্ব ।তার পরেই জল্পনা রটে শেইখ সুফিয়ানের সাথে শুভেন্দুর নাকি গোপন বৈঠক হয়েছে ।এই বদনাম কাটাতে তৃণমূল নেতৃত্ব ,সুফিয়ান কে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করে ,ব্যাপারটি অস্বীকার করে ।কিন্তু নন্দীগ্রাম জুড়ে কান পাতলেই জানা যাচ্ছে সুফিয়ানের অনুগামী যারা তৃণমূল কে ভোট না দেওয়ার কথা বলছেন ।