নন্দী ঘোষ রথের বৈশিষ্ট্য

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক  : ভগবান  জগন্নাথ যে রথে অবস্থান করে  তার  নাম  হলো নন্দী  ঘোষ ।শাস্ত্র  মতে  এই রথটির  উচ্চতা  হতে  হবে  ৪৫ ফিট অথবা আধুনিক মাপ  অনুযায়ী ১৩.৭১ মিটার  উঁচু । এই রথটির  বৈশিষ্ট  হলো এর ১৬ টি চাকা  থাকবে । এই রথের  চাদ  হলুদ এবং লাল রঙে  রাঙানো  হবে একটি  সুদর্শন চক্র অবস্থান করবে এই রথের মাথায় ।