নবযুবক সংঘের কালীপুজো

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :মধ্য  কলকাতার  সীতারাম  ঘোষ স্ট্রিটের  কালীপুজো ৭০ রের দশক থেকে হয়ে আসছে । স্থানীয়  যুবকদের নিয়ে কেষ্টদা  ওরফে ফাটাকেষ্ট  পুজো নামে  পরিচিত । এই  পুজোটি  ক্রমে  ক্রমে  তার  নিজস্ব  বিভিন্ন দিকগুলির  প্রতিষ্ঠা  নিয়ে সারা  শহরের অন্যতম শ্রেষ্ঠ  কালীপুজো  হিসাবে  চিন্নিত  হয়ে আছে ।বাংলার  মহানায়ক  উত্তম  কুমার যতদিন জীবিত ছিলেন ,প্রতিবছর তিনি এই পুজোতে  উপস্থিত থাকতেন । ৯০ দশকে  কেষ্টদার  মৃত্যুর  পরে  প্রবন্ধ  চৌধুরী  ওরফে  ফান্টা  এই পুজোর দায়িত্ব  নেয় । এই  পুজোতে বিচিত্রাঅনুষ্ঠানে অমিতাভ  বচ্চন ,রাখি  গুলজার ,শত্রুঘ্ন সিনহা সহ  বলিউডের  বিভিন্ন তারকা  উপস্থিত  ছিলেন এই ছাড়াও  এরা  দরিদ্রদের  মধ্যে  পুজো উপলক্ষে  বস্ত্র  ও কম্বল বিতরণ  করেন  এবং একদিন  পংতিভোজে সবাই কে মাছ ভাত খাওয়ানো হয় ।