নবান্নে মুখ্যমন্ত্রী এবং পুরসভা তে ফিরহাদ হেকিম

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ঘর্ণিঝড়  বুলবুলের  মোকাবিলার  জন্য  নবান্নে  যে কন্ট্রোল  রুম  খোলা  হয়েছে তাতে উপস্থিত আছে অফিসারদের সাথে সাথে স্বয়ং  মুখ্যমন্ত্রী ,অপরদিকে কলকাতা  পুরসভাতে যে কন্ট্রোল  রুম খোলা  হয়েছে তাতে পুর  কর্তাদের সাথে উপস্থিত  হয়েছে মেয়র  ফিরহাদ  হেকিম স্বয়ং । উপকূল বর্তী অঞ্চল থেকে রাজ্য সরকার ১লক্ষ ৪৩ হাজার  মানুষ কে নিরাপদ  স্থান ,রিলিফ  সেন্টার  এবং স্কুলে  নিয়ে যাওয়া  হয়েছে  খোলা  হয়েছে ২৩৮টি  রিলিফ ক্যাম্প এবং ১৩৫ টি লঙ্গরখানা  খাবার দাবারের জন্য ।