নর্দমার ওপর বাড়ি

শিলিগুড়িতে নর্দমা দখল করে তার ওপর বাড়ি, দোকান তৈরী করা শুরু হয়েছে। এর বহু প্রমান রয়েছে। বর্তমানে  পুরনিগমের ১১ নম্বন ওয়ার্ডে সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ করা হয়েছে। রাজনৈতিক নেতারা এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ। সব জেনে বুঝেও পুরনিগম কোন ব্যবস্থা নিচ্ছে  না। নর্দমা দখল হয়ে যাওয়ায় নিকাশী  ব্যবস্থার সমস্যা হচ্ছে এবং সামান্য বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়।