নলিন সরকার স্ট্রিট সার্বজনীন

খবর  ঘণ্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : এই পুজো এইবার ৮৭ বছরে পা দিলো এই বারের  থিম  কর্মই  ধর্ম । ধর্মের  কারণে নয় মানুষ কাজের জোরেই  মৃত্যুর পরে এক  জন  অন্যের  মনে  থেকে যান , এই ভাবনা  থেকেই এই বারের  থিম ও মণ্ডপ  সজ্জা । সর্বধর্মের সম্বনয়  দেখাতে  মন্দির/মসজিদ -গির্জার  আদলে  সাজবে  মণ্ডপ । থাকবে  বেশ কিছু ফাইবারের  মডেল  ও  আর সঙ্গে সাবেক প্রতিমা ।