খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর কলকতার জনপ্রিয়তম এই পুজোটি এইবার ৮৭ তম বর্ষে পা দিলো ।এই বার পুজোর থিম কর্মই ধর্ম । ধর্মের কারণে নয় মানুষ বেঁচে থাকে তার কর্মের জোরে মৃত্যুর পরে একজন মানুষ কে জগৎ মনে রাখে তার করে যাওয়া কর্মের জন্য এই ভাবনা কে ঘিরেই সেজে উঠেছে পুজো মণ্ডপ ,সর্ব ধর্মের সম্বনয়ে মন্দির ,মসজিদ গির্জার আদলে তৈরী হয়েছে মণ্ডপ রয়েছে বেশ কিছু ভালো ফাইবারের মডেল কিন্তু প্রতিমা সেই সাবেকি ।