খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মেঘালয় রাজ্যে বিজেপি ,এনপিপি ,ইউডিডি পি এবং এনডিএ জোটের সরকার চলছে । তা সত্ত্বেও মেঘালয়ের শাসক জোট ও রাজ্য বিজেপি প্রস্তাবিত নাগরিকত্ব বিলের বিরুদ্ধে লড়বে বলে জানান । কংগ্রেস বিলের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব গ্রহণের দাবি তুললে স্পিকার জানান ,বিধানসভা আগেই এমন প্রস্তাব গ্রহণ করেছে । রাজ্য বিজেপি ও বিল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত মানবে বলে জানিয়েছে । ভূমিপুত্র দের অধিকার নিয়ে লড়াই করবে বিজেপি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...