নাগরিক সুবিধার্তে মিউটেশনের জন্য বাড়ি বাড়ি যাবে পুরসভার কর্মি ও অফিসার

বাড়ির মিউটেশনের জন্য নাগরিক দের সুবিধার্তে কলকাতা পুরসভা এইবার দুয়ারে দুয়ারে পুর কর্মী পাঠাবে । অনেক নাগরিক দালালের খপ্পরে পরে মিউটেশন করতে বিভ্রান্ত হন ।তাই মিউটেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ,পুরসভার অফিসারদের নিয়ে একটি কমিটি নিয়োগ করা হবে ।তার জন্য পুরসভা একটি নির্দিষ্ট টাকা নেবে তাদের আয় ও বাড়বে এবং এই প্রকল্পের নাম হলো দুয়ারে
পুরসভা ।