নালা দিয়ে জল বেরোয় না

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: আলিপুরদুয়ারের  এথেলবাড়িকে দু ভাগে ভাগ করেছে এশিয়ান হাইওয়ে। জলনিকাশির জন্য হাইওয়ে কর্তৃপক্ষ নালা তৈরি করেন।  কিন্তু ফল হয়েছে উল্টো।  নালার উচ্চতা  বেশি থাকায় জল বের হচ্ছে না। একটু বৃষ্টি হলে জল জমে  লোকের বাড়িতে ঢুকে যায়। জমা জলে আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। আগে নালা কাঁচা ছিল কিন্তু জল বেরিয়ে যেত।  কিন্তু পাকা হওয়ার পর সমস্যা বেড়েছে।