নিউ ইয়র্ক টাইমস ,গার্ডিয়ান সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম শুরু করেছে ভারতের তীব্র সমালোচনা করোনা নিয়ে

অসম্ভব সংখ্যা করোনা রোগী বেড়ে যাওয়াতে অক্সিজেন থেকে এম্বুলেন্স ,হাসপাতালের সজ্জার জন্য হাহা কার চলছে দেশজুড়ে । করোনা কালে কুম্ভ মেলা কয়েকটি রাজ্যের নির্বাচন উল্লেখ করে নিউ ইয়র্ক টাইম ,গার্ডিয়ান মত সংবাদপত্র গুলিদায় চাপাচ্ছে মোদী সরকারের উপরে ।এই অবস্থায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কে কি ভাবে মোকাবিলা করতে হবে সেই নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর মিটিং করলেন রাষ্ট্রদূতেদের সাথে এবং বাতলে দিলেন মোকাবিলার রাস্তা ।