ভারত চেম্বার অফ কমার্সের উদ্যোগে শুরু হয়েছে নিউটাউনের সার্কাস স্কোয়ারে ট্রেড ফেয়ার । গত শুক্রবার
থেকে চলা ওই মেলা চলবে আগামী ১১ ডিসেম্বর অব্দি ।ভারত চেম্বারের সভাপতি এনজি খৈতান জানান মিশর ,দুবাই ,তুরস্ক ,বাংলাদেশ সহ১০ টি দেশ ওই মেলা তে অংশগ্রহণ করেছেন ।শুক্রবার ওই মেলার উদ্বোধন করেছেন সৌগত রায় এবং বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ।