নিউ টাউন থানার পুলিশ গ্রেপ্তার করলো রিক্সা চালক খুনের দায়ে ধৃত আরেক রিক্সা চালককে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  ৫ দিন  আগে  মৃত্যু  হয়েছিল মোহাম্মদ  আকতার  নামক   রিক্সা চালকের । তার  পরিবারের তরফ থেকে অভিযোগ করা  হয় ওপর এক  রিক্সা  চালক বাদশাহ  খানের  বিরুদ্ধে তাকে হত্যা  করার  জন্য ।নিউ টাউন  থানার  পুলিশ  তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার  করে  বাদশা  খান  নামক ওপর এক রিক্সা  চালককে । পুলিশি  জেরাতে  বাদশা  খান স্বীকার  করে যে তিনি একটি  নির্মীয়মান বাড়ির তিনতলা  থেকে টেলে  ফেলে দেন  আখতার কে ,বারাসত  আদালত  তাকে ৭ দিনের পুলিশি হেপাজতে  থাকার নির্দেশ দিয়েছে ।